
স্টাফ রিপোর্টার :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতাপাঠের আয়োজন করেছে চর্যাপদ সাহিত্য একাডেমি। রোববার ২১ ফেব্রুয়ারি চাঁদপুরের পর্যটক কেন্দ্র মোলহেডে উন্মুক্ত পরিবেশে কবি শিউলী মজুমদারের সভাপতিত্বে এবং রিমি মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক কবি রফিকুজ্জামান রণি, কবি নুরুন্নাহার মুন্নি।
স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের আহ্বায়ক কবি ফেরারি প্রিন্স ও সদস্য সচিব কবি আইরিন সুলতানা লিমা। অনুষ্ঠানে ভাষা শহীদের প্রতি সম্মান জানিয়ে আলোচনা ও কবিতাপাঠে অংশ নেন একাডেমির পরিচালক কণ্ঠশিল্পী নন্দিতা দাস, মহিলা বিষয়ক পরিচালক জয়ন্তী ভৌমিক, জান্নাতুল ফেরদাউস, নাজমুল ইমলাম, মো. ইকরাম, আল আমিন প্রমুখ।
প্রথমপর্বের আয়োজন শেষে ‘আমরা রক্তসন্ধানী’ সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে ক্যাম্পিংয়ে অংশ নেয়ার পাশাপাশি বই উপহার কর্মসূচি পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।