
স্টাফ রিপোর্টার :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মদিন উপলক্ষে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন খানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মো. হযরত আলী ঢালীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মনির চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মেরাজ আহমেদ চোকদার, যুগ্ম-সম্পাদক আবুল হাসনাত, স্বেচ্ছাসেবক নেতা মাসুদ মাঝি, খোকন মিয়াজী, ইখতিয়ার উদ্দিন শিশু, মৈশাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু জাফর মোঃ সালেহ (অলি পাটওয়ারী) প্রমুখ। এসময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মুনির চৌধুরী বলেন, পুলিশি বাঁধার কারণে আমরা বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদেরকে আজ বক্তব্য দিতে পারিনা।
দোয়া ও মুনাজাতের শেষে নিহত স্বেচ্ছাসেবকদলের নেতা মৃত লিমন ছৈয়ালের পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। আলোচনাসভা শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।