চাঁদপুরে পুলিশ সুপারসহ আরো ৮ পুলিশ করোনায় আক্রান্ত

চাঁদপুরে পুলিশ সুপারসহ ৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

প্রতিবেদক : অভিজিত রায়
চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম (বার) এর নমুনা টেস্টের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। এছাড়া চাঁদপুর পুলিশ লাইন্সের আরো ৭ জন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে।  চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ ৩০ জুন মঙ্গলবার সকালে পুলিশ সুপার মাহবুবুর রহমানের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, পুলিশ লাইন্সের আরো ৭ জনের সদস্যের নমুনা টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছে মঙ্গলবার। এর আগেও চাঁদপুর জেলা পুলিশের কমপক্ষে ৬০ জন কর্মকর্তা ও সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে হাইমচর থানার অফিসার ইনচার্জও রয়েছেন। আক্রান্তদের মধ্যে অনেকেই ইতিমধ্যে সুস্থ হয়েছেন।

চাঁদপুরে ৩০ জুন পুলিশ ও স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ১৮জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে চাঁদপুর সদরে ৮জন, হাজীগঞ্জে ২জন, শাহরাস্তিতে ৩জন, মতলব উত্তরে ৩জন, মতলব দক্ষিণে ১জন, এবং হাইমচরে ১জন রয়েছে।

চাঁদপুর জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৮০ জন। এরমধ্যে মৃতের সংখ্যা ৫৭জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে ১০৫টি রিপোর্ট আসে। এর মধ্যে ১৮টি পজেটিভ। বাকি ৮৭ নেগেটিভ।

জেলায় ৮৭৪জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে; চাঁদপুর সদরে ৩৩৩জন, মতলব দক্ষিণে ৯৬জন, শাহরাস্তিতে ১০০জন, হাজীগঞ্জে ৯০জন, ফরিদগঞ্জে ৮৪জন, হাইমচরে ৭০জন, কচুয়ায় ৪০জন এবং মতলব উত্তরে ৬৫জন।

চাঁদপুর জেলায় করোনায় মৃত ৫৭জনের মধ্যে উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে; হাজীগঞ্জে ১৬জন, চাঁদপুর সদরে ১৫ জন, ফরিদগঞ্জে ৭জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৮জন, শাহরাস্তিতে ৪জন এবং মতলব দক্ষিণে ২ জন।

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *