চাঁদপুরে সাংবাদিক নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

চাঁদপুরে সাংবাদিক নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি :
প্রথম আলোর জৈষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও প্রেপ্তারের প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশা।

একই সাথে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি করেছেন চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক কে এম মাসুদসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক ইফতেখারুল আলম মাসুম ও সদস্য সচিব আব্দুল গণিও এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রোজিনা ইসলামের নিশ্বর্ত মুক্তি দাবি করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

এদিকে সাংবাদিক নেতৃবৃন্দের বাইরে গনফোরাম চাঁদপুর জেলা শাখার সভাপতি সাবেক জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যড. সেলিম আকবর রোজিনা ইসলামের গ্রেপ্তারের তীব্র নিন্দা জ্ঞাপন করে অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

Recommended For You

About the Author: Matlaber Alo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *