
মুহাম্মদ বাদশা ভূইয়া :
চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড মধ্য ইচলী সিনিয়র বনাম জুনিয়র প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে বিকেলে মধ্য ইচলী ভূঁইয়া বাড়ি প্রাঙ্গণে এলাকার প্রবীন ও নবীনদের মাঝে এই প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলায় সিনিয়র দল ১-৩ গোলে জুনিয়র দলের কাছে পরাজিত হয়। খেলা শেষে আনন্দঘন পরিবেশে উভয় দলের খেলোয়ারদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও সদর উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঁইয়া বাড়ি জামে মসজিদের খতিব মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া, শেখ মোঃ হাসানসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন নজরুল ইসলাম পিন্টু।