
প্রতিবেদক : কে এম মাসুদ
চাঁদপুর ড্রামার ৪১ তম প্রযোজনা সিরাজুল ইসলাম সিরাজ রচিত “শয়তানের আখড়া” নাটকের শুভ মহরত গত ১৬ জুন বুধবার রাত ৮টায় সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।।
মহড়া শুরুর পূর্বে নাটকটির নির্দেশক ও সংগঠনের সহ-সভাপতি পরিমল দাস নূপুরের হাতে পান্ডুলিপি তুলে দেন সংগঠনের সভাপতি তপন সরকারসহ অন্যান্য সদস্যগণ। এসময় উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি মজিবুর রহমান দুলাল, সহ-সভাপতি নজরুল ইসলাম রনি, এ কে আজাদ, অর্থ সম্পাদক রোটা. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক শঙ্কর রায় ও মহিলা সম্পাদীকা জোন্সা বেগম প্রমুখ।
স্বাস্থবিধি মেনে প্রতিদিন রাত ৮টা থেকে চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে “শয়তানের আখড়া” নাটকটির মহড়া চলবে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক মানিক পোদ্দার। সবকিছু ঠিকঠাক থাকলে চাঁদপুর ড্রামার ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৩০শে সেপ্টেম্বর নাটকটি মঞ্চে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান নির্দেশক পরিমল দাস নুপুর।।