
স্টাফ রিপোর্টার :
শ্রীশ্রী কল্পতরু উৎসব উপলক্ষে চাঁদপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে ৪ জানুয়ারি শনিবার রাত ৮ টায় চাঁদপুর ড্রামার পরিবেশনায় মঞ্চস্থ করা হয় নাটক “বিশ্বত্রাতা শ্রীরামকৃষ্ণ”।
প্রবোধ সরকারের রচনায় এবং প্রয়াত ননী গোপাল দের নির্দেশনায় ও মজিবুর রহমান দুলালের সহ-নির্দেশনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন গোবিন্দ মন্ডল, মানিক পোদ্দার, পরিমল দাস নুপুর, পলাশ মজুমদার, অজিত সরকার, মজিবুর রহমান দুলাল, কৃষ্ণ গোপাল সরকার, দুলাল সরকার, শংকর রায়, সুকুমার দাস, শৈলী দাস, সুরঞ্জনা দত্ত কুহু ও জয়ীতা দাস।
নেপথ্যে ছিলেন কন্ঠ সংগীতে শান্তি রক্ষিত, রূপসজ্জায় কেশব চন্দ্র শূর, আলোক নিয়ন্ত্রনে মান্নান চিশতী, আনোয়ার হোসেন এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চাঁদপুর ড্রামার সভাপতি তপন সরকার ও সাধারণ সম্পাদক কে এম মাসুদ।