চাঁদপুর পৌরসভার ২নং ওয়ার্ড জাতীয় পার্টির কর্মীসভা

চাঁদপুর পৌরসভার ২নং ওয়ার্ড জাতীয় পার্টির কর্মীসভা

স্টাফ রিপোর্টার :
চাঁদপুর পৌরসভার ২নং ওয়ার্ড জাতীয় পার্টির কর্মীসভা ২৭ নভেম্বর শুক্রবার বিকেলে পুরাণবাজার নতুন রাস্তায় অনুষ্ঠিত হয়েছে। কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক ও পৌর জাতীয় পার্টির সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম সিরু মিজি।

তিনি তার বক্তব্য বলেন, যারা সবসময় কর্মীদের খোঁজ-খবর রাখেন এরকম নেতা জেলা জাতীয় পার্টিতে চাই। আমারা কিছু পাওয়া ও চাওয়ার জন্য রাজনীতি করি না। আমাদের জাতীয় পার্টিতে কিছু কুচক্রী লোক প্রবেশ করেছে, তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এমরান হোসেন মিয়া চাঁদপুরের কিছু না। আমরা চাঁদপুরের রাজনীতি করবো চাঁদপুরের স্থায়ী লোক দিয়ে।  আজ আমাদের ভাইদের সাথে ঝগড়া লাগিয়ে রাখেছেন এমরান হোসেন মিয়া। আমরা কেউ ভেসে আসিনি। এই শহরে আমাদের পায়ের নিচে মাটি আছে। সকলের সমন্বয়ে আমরা চাঁদপুর জাতীয় পার্টিকে সাজিয়ে রাহুমুক্ত করবো।

চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাবেক দপ্তর সম্পাদক শাহাজাহান মাতাব্বরের সভাপতিত্ব এবং পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম খানের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সদস্য অ্যাড. মোহাম্মদ মহসীন খান, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল হাসেম দর্জি, জেলা যুব সংহতির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. নাজমুল হোসেন গাজী, শহর যুব সংহতির আহ্বায়ক দ্বীন ইসলাম, সদস্য সচিব মো. ফারুক গাজী, যুগ্ম-আহ্বায়ক সোহাগ বেপারী, সদর উপজেলা যুব সংগতির সদস্য সচিব হারুন গাজী, ১নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডাক্তার বিএম ওমর ফারুক, নেতা আবুল কালাম খন্দকার,

২নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি সেন্তু বেপারী, সাধারণ সম্পাদক সিরু ছৈয়াল, সহ-সভাপতি আলী মুন্সি, সাগর মিয়া, ৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মমিন গাজী, সাবেক সভাপতি জলিল বেপারী, ৪নং ওয়ার্ডে নেতা ওয়াদুদ আখন, শাহালম মিয়া, ৬নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেন মিজি, ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি নূরুজ্জামান কালুসহ জাতীয় পার্টি, যুব সংহতির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *