
স্টাফ রিপোর্টার :
চাঁদপুরের বিশিষ্ট কন্ঠশিল্পী তাহমিনা হারুনের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ এপ্রিল শুক্রবার বাদ আছর চাঁদপুর শহরের মধ্য ইচলীতে তাহমিনা হারুন প্লাজায় এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন মরহুমা তাহমিনা হারুনের বড় ভাই রামপুর আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোঃ মাইনুদ্দিন। কোরআন থেকে তেলোয়াত করেন নূর বেপারী বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মুনসুর আহমেদ ফারুকী ও মুয়াজ্জিন মাওলানা জামিল আহমেদ কুব্বাদী।
তাহমিনা হারুনের রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত এ মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মুজিবুর রহমান ভূঁইয়া, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, শরীফ চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার, চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, নাট্যাভিনেতা পরিমল দাস নূপুর, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কে এম মাসুদ, স্বরলিপি নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সভাপতি এমআর ইসলাম বাবু, কবি ও লেখক জসীম মেহেদীসহ চাঁদপুরের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাগণ।
তাহমিনা হারুন গত ২০ এপ্রিল মঙ্গলবার রাত ৩টা ১০ মিনিটে চাঁদপুর শহরের মধ্য ইচলি নিজ বাড়িতে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। তিনি চাঁদপুরের ইলিশ উৎসবের রুপকার চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশীদের সহধর্মীনি। তিনি দীর্ঘ দিন ধরে ডায়াবেটিকস, কিডনি ও চোখের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্বামী, দুইপুত্র, নাতিসহ বহু শুভাকাকাঙ্খী রেখে গেছেন।