ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে চাঁদপুরে যুবলীগের অবস্থান কর্মসূচি

চাঁদপুরে যুবলীগের অবস্থান কর্মসূচি

প্রতিবেদক : অভিজিত রায়
কুষ্টিয়ায় জাতির জনকের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে চাঁদপুর জেলা যুবলীগের অবস্থান কর্মসূচি পালন করেছে।  ৬ নভেম্বর সোমবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা যুবলীগের অবস্থান কর্মসূচি পালন করে।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়া। তিনি তার বক্তব্যে বলেন, কুষ্টিয়ায় জাতির জনকের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আমরা রোববার রাতে তাৎক্ষনিক প্রতিবাদ সভা করেছি। আজ আমরা এ ঘৃন্য কাজের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের মানবন্ধন কর্মসূচি পালন শেষে অবস্থান কর্মসূচী পালন করছি।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে মৌলবাদি ও সম্প্রদায়িক গোষ্ঠি মাঠে নেমেছে। আমরা জেলা যুবলীগ ঐক্যবদ্ধ তাই কোন সাম্প্রদায়িক শক্তিকে মাথাচার দিতে দিব না। ২৫ বছর পূর্বে জিয়াউর রহমানের ভাস্কর্য তৈরি করা হয়েছে তা নিয়ে মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠির কোন আওয়াজ নেই। বাংলার স্থপতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কেন তাদের মাথা ব্যাথা তা আমরা সকলে বুঝতে পারছি। বিএনপি জামাতের ইন্দনে মৌলবাদী গোষ্ঠী মাঠে নেমেছে।

জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ঝন্টু দাসের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আবু পাটওয়ারী, সদস্য অরুপ কর্মকার, মতলব উত্তর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক গোলাম মোস্তফা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জাতির জনকের ভাস্কর্য ভাংচুর মৌলবাদীদের আস্ফালন, মৌলবাদী ও পাকিস্থানের দোসরদের বিষ দাঁত ভেঙ্গে দিতে হবে। সাম্প্রদায়িক শক্তি বর্তমান সরকারের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে বিএনপি জামাতের ইন্দনে মৌলবাদী গোষ্ঠী মাঠে নেমেছে। আমরা যুবলীগ এক হয়ে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করবো।

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *