
প্রতিবেদক : অভিজিত রায়
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষ্যে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি সকাল সারে ৭টায় জেলা আওয়ামী লীগের দলীয় কর্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে মাল্যদান, এরপর দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা, সকাল সাড়ে ৮টায় প্রভাতফেরি করে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে কেন্দ্রিয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ ও সাধারন সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।
এসময় অন্যান্য নেতাকর্মীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সর্দার, ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম- সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন সরকার, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুর রহমান, যুবলীগ নেতা হারুনুর রশিদ হাওলাদার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, যুগ্ম-সম্পাদক হাসিবুল হাসান মুন্না, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সফিকুর রহমান গাজী, যুগ্ম আহবায়ক শেখ শরীফ আহমেদসহ আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। সবশেষে বাদ আছর শহরের বিভিন্ন মসজিদ, মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ দোয়া আয়োজন করা হয়।