
প্রতিবেদক : অভিজিত রায়
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে চাঁদপুর জেলা হোটেল রেস্তোরা মালিক সমিতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে। মহান একুশের প্রথম প্রহরে চাঁদপুর শহীদ মুক্তিযোদ্ধা সড়কের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পণ করে সমিতির নেতৃবৃন্দ।
বাংলাদেশ হোটেল রেস্তোরা মালিক সমিতির চাঁদপুর জেলা শাখার সভাপতি আব্দুর রহিম খান ও সাধারণ সম্পাদক আজিজ দেওয়ানের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আলম লাল্লু, দপ্তর সম্পাদক মজিবুর রহমান আখন্দ, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন বেপারী, সাংস্কৃতিক সম্পাদক টিটন ঘোষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ বিল্লাল হোসেন গাজী, সদস্য নূরুল কোরবান, জাহিদুল হক মিলন, আবু নাছেরসহ সমিতরি সদস্যরা।