
স্টাফ রিপোর্টার :
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে চাঁদপুর জেলা বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ২১ ফেব্রুয়ারি সকাল ৬টায় জেলা বিএনপির দলীয় কর্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন, সকাল সাড়ে ৮টায় দলীয় কার্যালয় থেকে প্রভাতফেরি করে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে কেন্দ্রিয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
সকাল ৯টায় দলীয় কার্যালয়ের সম্মুখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক দেওয়ান মোহাম্মদ সফিকুজ্জামান, মনির চৌধুরী, আক্তার হোসেন মাঝি, খলিলুর রহমান গাজী, সেলিমুস সালাম, অ্যাড. হারুনুর রশিদ, সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হযরত আলী বেপারী, সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সোলেমান ঢালী, যুগ্ম-আহ্বায়ক মেরাজ আহমেদ চোকদার, ইখতিয়ার উদ্দিন শিশু, কামরুজ্জামান হাসানাত, খোকন মিজি, সামছুল আরেফিন খান, ইয়াকুব বিন ছায়েদ লিটন, মো. অলি আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারন সম্পাদক ইসমাইল হোসেন পটেওয়ারীসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।