মেঘনা ধনাগোদা বেড়ি বাঁধ রক্ষায় বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং

বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং

মতলব উত্তর প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়ি বাঁধ রক্ষায় ধনাগোদা নদীতে বালু ভর্তি জিও ডাম্পিং করা হয়েছে।  সোমবার (৯ আগস্ট) বিকালে ডাম্পিং কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

উপজেলার জনতা বাজার ও বালুচর এলাকায় প্রতি ব্যাগ ৮০ কেজি ওজনের ৭ হাজার ২শ’ ব্যাগ ডাম্পিং করা হবে বলে জানায়। এরআগেও উপজেলা বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গন স্থানে জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এমপি নুরুল আমিন রুহুল।

জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম উদ্বোধন শেষে জনতা বাজারে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

আরো বক্তব্য রাখেন, নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিম প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রবসহ দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা পরিচালনা করেন চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সদস্য সাখাওয়াত হোসেন গাজী।

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *