
মতলব উত্তর প্রতিনিধি :
চাঁদপুরের গর্ব ও অহংকার, সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র, মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের লতরদি গ্রামের কৃতি সন্তান মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের অন্যতম রুপকার দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মফিজুর রহমান খাঁন বাবু স্বপরিবারে মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ বা আয়না। যার ফলে পাঠক সমাজের ভালো, মন্দ সব কিছু দেখতে পারেন। তিনি বলেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের বাস্তব চিত্র ফুটে উঠে। কারণ সংবাদ পত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ।
তিনি আরো বলেন, একসময় মতলবে হাতে গোনা কয়েকজন সংবাদ কর্মী কাজ করতেন। আজকে মতলবে অর্ধ শতাধিক সংবাদ কর্মী বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইনে কাজ করেন।
মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান উপদেষ্টা ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম নবী খোকন, সহ-সভাপতি আতিকুর রহমান দুলাল, দেওয়ান সালাউদ্দিন, আল আমিন ভূইয়া, অর্থ সম্পাদক সালেহ আকরাম, সম্মানিত সদস্য ও দৈনিক নয়া দিগন্তের মতলব প্রতিনিধি শেখ ওমর ফারুক।