কলাকান্দায় যুবলীগের কেক কাটা ও আলোচনা সভা

কলাকান্দায় যুবলীগের কেক কাটা ও আলোচনা সভা

মতলব উত্তর প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আলোচনা সভা, কেক কাটা হয়। ২২ নভেম্বর রোববার বিকেলে সাতানী লতুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনির হোসেন ছৈয়ালের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামলের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।

সভায় এম এ কুদ্দুস বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। কারণ, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত দেশপ্রেমী যুবরাই বাংলার সংশয়-সংকটে ছিনিয়ে এনেছে উজ্জ্বল আলোর দিশা। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের বড় অংশ ছিল তরুণ-যুবসমাজ। এজন্য যুবলীগের প্রতিটি নেতা-কর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাই বঙ্গবন্ধুর ত্যাগ ও আদর্শের নীতি ধারণ করে সততা, নিষ্ঠা ও নীতি নিয়ে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। যুবলীগের দীর্ঘ ঐতিহ্য ও গৌরব ধারণ করে সততা ও আদর্শ নিয়ে প্রজন্মের পর প্রজন্ম গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য একেএম রিয়াজ উদ্দিন মানিক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্বাহী সদস্য এম. ইসহাক আহসান।  প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোহাম্মদ জহিরুল ইসলাম।  প্রধান বক্তার বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ শরীফ হোসেন।

আরো বক্তব্য রাখেন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক নূরুল আমিন বোরহান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম মজিবুর রহমান, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক সরকার মোহাম্মদ আলাউদ্দিন, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কাদির মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিরাজ খালিদ, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক মেহেদী হাসান, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ এর প্রভাষক কামরুল হাসান, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, সমাজসেবক ইসমাইল হোসেন।

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *