তিন যুগ পূর্তি উপলক্ষে চাঁদপুর ড্রামার ৪দিনব্যাপী নাট্যোৎসব

চাঁদপুর ড্রামার চার দিনব্যাপী নাট্যোৎসব

স্টাফ রিপোর্টার :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও চাঁদপুর ড্রামার ঐতিহ্যের তিন যুগপূর্তি উপলক্ষে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে আগামী ৩ থেকে ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চার দিনব্যাপী নাট্যোৎসব ২০২০। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে এই উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

চার দিনব্যাপী উৎসবের প্রথম দিন ৩ ডিসেম্বর বৃহস্পতিবার উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র এডভোকেট মোঃ হেলাল হোসাইন ও চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব হারুন আল রশিদ।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মিসেস ফরিদা ইলিয়াস। সভাপতিত্ব করবেন চাঁদপুর ড্রামার সভাপতি তপন সরকার। উৎসবের প্রথম দিনে চাঁদপুর ড্রামার পরিবেশনায় মঞ্চায়িত হবে সব্যসাচী রচিত নাটক “বৌমা”। নাটকটির নির্দেশনায় এ কে আজাদ ও সহ- নির্দেশনায় পরিমল দাস নূপুর।

উৎসবের দ্বিতীয় দিন ৪ ডিসেম্বর শুক্রবার মঞ্চায়িত হবে ঢাকার শব্দ নাট্য চর্চা কেন্দ্রের পরিবেশনায় নাটক দর্পণ সাক্ষী। নাটকটির রচনায় চন্দন সেন ও নির্দেশনায় খোরশেদুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান টুটুল, বাংলাদেশ কৃষি ব্যাংক চাঁদপুর শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সদস্য সচিব ইয়াহিয়া কিরণ। সভাপতিত্ব করবেন চাঁদপুর ড্রামার সাবেক সভাপতি আব্দুল্লাহ আল-ফারুক। এছাড়াও দ্বিতীয় দিনে বিকাল ৪ টায় রয়েছে থিয়েটার আড্ডা। উক্ত থিয়েটার আড্ডায় দেশবরেণ্য নাট্যব্যক্তিত্বগণ অংশগ্রহণ করবেন।

উৎসবের তৃতীয় দিনে চাঁদপুর ড্রামার পরিবেশনায় মঞ্চায়িত হবে নাটক “চোর চোর”। নাটকটির রচনায় জিয়া আনসারী এবং নির্দেশনায় ননী গোপাল দে ও সহ-নির্দেশনায় মজিবুর রহমান দুলাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা স্কাউট এর সম্পাদক অজয় ভৌমিক, থিয়েটার ফোরামের সভাপতি শহীদ পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক পরেশ চন্দ্র মালাকার। সভাপতিত্ব করবেন চাঁদপুর ড্রামার সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য এস এম জয়নাল আবেদীন।

উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাক্তার জে আর ওয়াদুদ টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট সাইফুদ্দিন বাবু, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর সোহেল রানা। স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদিউজ্জামান কিরণ।

সমাপনী দিনে চাঁদপুর ড্রামার পরিবেশনায় মঞ্চায়িত হবে নাটক রূপবান। নাটকটির রচনায় সিরাজুল ইসলাম সিরাজ ও নির্দেশনায় পরিমল দাস নূপুর। চারদিন ব্যাপী নাট্যোৎসবের সফলতা কামনা করে সকল নাট্যমোদী দর্শকদেরকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নাটক দেখার আমন্ত্রণ জানিয়েছেন চাঁদপুর ড্রামার সভাপতি তপন সরকার ও সাধারণ সম্পাদক মানিক পোদ্দার।

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *