মেঘনা-ধনাগোদা বাঁধে অবৈধ স্থাপনা উচ্ছেদে নোটিশ ও মাইকিং

মেঘনা-ধনাগোদা বাঁধে অবৈধ স্থাপনা উচ্ছেদে
এম এম সাইফুল ইসলাম, মতলব :
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদীর তীর প্রতিরক্ষা কাজ সংলগ্ন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত ভূমি হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পূর্বে মাইকিং করা হয়েছে।   ১৭জুন বৃহস্পতিবার সকাল থেকে বেড়ি বাঁধের উপর মাইকিং করতে দেখা যায।
নোটিশ ও মাইকিংয়ে বলা হয়, আগামী ২৪ জুন  বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সহযোগিতায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদীর তীর প্রতিরক্ষা কাজ সংলগ্ন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত ভূমি হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।  তাই উচ্ছেদ কার্যক্রম পরিচালনার পূর্বে অবৈধ স্থাপনা ও  মালামাল নিজ দায়িত্বে অপসারণের জন্য বলা হয়েছে।  অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানান, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদীর তীর প্রতিরক্ষার জন্য উচ্ছেদ অভিযান চালানো হবে।  এ জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ’সহ সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *