তওবা করে মাদক ব্যবসা ছাড়লেন হাজীগঞ্জের মামুন

tauba madok

চাঁদপুরের হাজীগঞ্জে এক মাদক ব্যবসায়ী মসজিদে মুসল্লিদের সামনে ক্ষমা ছেয়ে মাদক ব্যবসা ছেড়ে দেয়ার প্রতিশ্রুতি দিলেন। সে হাজীগঞ্জ পৌর সভার টোড়াগড় গ্রামের বিল্লাল মিজির ছেলে মামুন মিজি।

শুক্রবার (২৩ আগস্ট) টোরাগড় মিজি বাড়ি মসজিদে মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে আলোচনার পর সে এ ঘোষণা দেয়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি যুগান্তরকে জানান, বিখ্যাত মাদক ব্যবসায়ী মো: মামুন মিজি সকল মুসল্লিদের কাছে ক্ষমা চেয়ে ভুল স্বীকার কর এবং সকলের উপস্থিতে ইমাম সাহেবর মাধ্যমে তওবা করে মাদক ব্যবসা করবেনা বলে প্রতিশ্রুতি দেয়।

হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি প্রতি শক্রবার মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং সহ সমাজের নানা অপকর্ম প্রতিরোধে মসজিদে মসজিদে সচেতনতামুল সভা করে থাকেন।

সে অংশ হিসেবে শুক্রবার টোড়াগড় মিজি বাড়ি মসজিদে আলোচনা সভায় এ মাদক ব্যবসায়ী ব্যবস্যা ছেড়ে দিবে ওয়াদা করে। তার বিরুদ্ধে বেশ কটি মাদক মামলা রয়েছে।বর্তমানে তার বিরুদ্ধে চারটি মাদক মামলা রয়েছে।

Recommended For You

About the Author: News Room

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *