করোনায় হাজীগঞ্জে বড় ভাইয়ের পর ছোট ভাইয়ের মৃত্যু

উপসর্গ-নিয়ে-এক-জনের-মৃত্যু

হাজিগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের হাজীগঞ্জে করোনায় বড় ভাই আবুল কাশেমের মৃত্যুর ১ মাস ৩ দিন পর করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে ছোট ভাই আবুল হাসেম কালু। মৃত্যু আবুল হাসেম কালু হাজীগঞ্জ পৌরসভাধীন ৪নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের কাশারি বাড়ীর সন্তান।

গত ৩১ মে করোনা উপসর্গ নিয়ে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন কালুর বড় ভাই মো. আবুল কাশেম। পরে ৪ জুন রিপোর্ট আসে মৃত আবুল কাশেম করোনায় আক্রান্ত ছিলেন। আবুল কাশেমের ভাই আবুল হাসেম কালু কিডনি রোগে আক্রান্ত ছিল। ভাইয়ের মৃত্যুর পর তার করোনা রিপোর্টও পজেটিভ আসে। তাকে চিকিৎসার জন্য কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ৩ জুলাই বিকেল ৫টায় আবুল হাসেম কালুর মৃত্যুবরণ করেন। এ নিয়ে হাজীগঞ্জ উপজেলায় করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়ালো ১৭জনে। এ ছাড়াও আক্রান্ত হয়েছে ৯৯জন। শুক্রবার ৩ জুলাই পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৩১জন।

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *